Monday 29 January 2018

এ দেশে ভাইরাল হওয়ার নিয়ম

এ দেশে ভাইরাল হওয়ার নিয়ম,
আপনি প্যান্ট খুললে ভাইরাল হবেন না, কেউ এসে গানের সাথে সাথে আপনার প্যান্ট খুললে ভাইরাল হবেন।
রাস্তায় হোচট খেয়ে কারো গায়ে লাফ দিয়ে পড়লে কিচ্ছু হবে না, কিন্তু কারো গায়ে পড়ে উল্টা তাকেই মারলে ভাইরাল হবেন।
কাউকে খুন করে আসলে ভাইরাল হবেন না। খুন করে এসে পুলিশের সাথে চা খেতে খেতে সেই গল্প বলে সেলফি তুললে ভাইরাল হবেন।
সাহায্যের অর্থ খেয়ে ভাইরাল হবেন না। সেই অর্থ সবাইকে বণ্টন করে না দিলে আপনাকে ভাইরাল করে দিবে।
ছবিতে দেহ দেখিয়ে ভাইরাল হবেন না। কিন্তু কোন সেলেব্রিটির সাথে ওই পোজে ছবি না তুললে ভাইরাল হবেন।
এমনি মজার ভিডিও করে কিচ্ছু হবে না। ভিডিও তে জামা খুলে দুলিয়ে দুলিয়ে না নাচলে আপনাকে কেউ ভাইরাল করবে না।
বেচে থাকলে ভাইরাল হবেন না কিন্তু সুইসাইড করার আগে পৃথিবীকে ঘৃণা করে স্ট্যাটাস দিন ভাইরাল হয়ে যাবেন।
শিক্ষণীয় পোস্টে কেউ মেনশন করে ভাইরাল করবে না। শিক্ষণীয় কাজ গুলো করা ছেড়ে দিন, ভাইরাল হয়ে যাবেন!!
মানুষের ভুল ধরিয়ে দিয়ে ভাইরাল হওয়ার আশা ছেড়ে দিন। নিজেই সেই ভুল করে দেখেন কিভাবে ভাইরাল হয়ে যান!!
#Hasanul_banna

No comments:

Post a Comment