Friday 26 January 2018

"অম্লত্ব" আসতে দেবেন না, কারণ, সামান্য অম্ল গভীর ভালোবাসার সম্পর্কে ফাটল ধরাতে পারে।

পানি দুধের সাথে সম্পর্কে গড়লো এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল । এই দেখে দুধ পানিকে বলল,
"তুমি যেভাবে শুধু সম্পর্কের কারনে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের দায়িত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে !"
তাই দুধকে যখন ফোটানো হয়, তখন পানি বলে,
এবার আমার দায়িত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করবো ! তাই পানি আগেই শেষ হয়ে যায় !
যখন দুধ তার সাথী পানিকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু, যখন কিছু পানির ফোঁটা ছিটিয়ে তার সাথীকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়,
তখন দুধ আবার শান্ত হয়ে যায় !
কিন্তু এক ফোঁটা অম্ল সেই পানি এবং দুধের নিবিড় সম্পর্ক আলাদা করে দিতে পারে !
তাই সম্পর্কের মাঝে কখনোই "অম্লত্ব" আসতে দেবেন না, কারণ, সামান্য অম্ল গভীর ভালোবাসার সম্পর্কে ফাটল ধরাতে পারে।

No comments:

Post a Comment