Sunday 7 January 2018

বৃদ্ধাশ্রম - মাঝে মাঝে মনে হয় না থাকলেই দেশটা কত সুন্দর হত। ভালোবাসা গুলো দৃঢ় হত।

বৃদ্ধাশ্রম

বৃদ্ধাশ্রম....
মাঝে মাঝে মনে হয় না থাকলেই দেশটা কত সুন্দর হত। ভালোবাসা গুলো দৃঢ় হত। আবার পরোক্ষনেই যখন নির্মমতা চোখের সামনে ভেসে উঠে তখন নিজের অজান্তেই বেড়িয়ে আসা দীর্ঘশ্বাসটা মনে করিয়ে দেয়, এর থেকে ভালো উদ্যোগ আর কি ই বা হতে পারে...!!

সময়, যুগ, প্রযুক্তি আমাদের আধুনিক থেকে আধুনিকতর করে তুলছে ঠিক ই কিন্তু আমাদের মনুষ্যত্বকে গ্রাস করছে দিনকে দিন।
আভিজাত্য আর নিজেকে প্রমাণ করার মৌহ আমাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে-- যাদের হাত ধরে আমাদের পথ চলার সূচনা, আমাদের মুখের বুলি ফুঁটাতে যারা প্রথম ভূমিকা রেখেছে, যারা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রথম হাত তালি দিয়ে আমাদের উৎসাহিত করেছে আমরা তাঁদের ই আমাদের কাছ থেকে আঁড়াল করতে মরিয়া হয়ে উঠি।

আভিজাত্যে ঘেরা নতুন বাড়ি, নতুন নতুন সব ফার্নিচার এর মাঝে পুরনো জিনিস গুলো যেমন বড্ড বেমানান ঠিক তেমনি মানুষগুলোও....

আভিজাত্যের মায়াজালে ঘেরা নতুন ড্রেসিংটেবিলটাতে পুরনো বৃদ্ধ বাবা তার চুল গুলোকে আনমনে যত্নে গুছিয়ে নিচ্ছে। মা হয়তো শাড়ির আঁচল মাথায় তুলে চশমাটা চোখে দিচ্ছে। ডাইনিং টেবিলে বসে বাবা মা আঞ্চলিক ভাষায় কথা বলছে।
নাহ্; বড্ড বেমানান লাগে এইসব।

এর থেকে ভালো তাঁদের বৃদ্ধাশ্রমে রেখে আসা। ৬ মাসে একবার ফোনে খোঁজ নিবো আর মা দিবস বাবা দিবসে ঘটা করে ফেইসবুকে পোস্ট দেয়ার জন্য একবার গিয়ে সেল্ফি তুলে আসবো ব্যস.............!!

ধিক্কার জানাই সেই সব মানুষ নামধারী পশুদের প্রতি। 
এমন আভিজাত্য আর প্রযুক্তি আমার দরকার নেই......

-হিমি

No comments:

Post a Comment