Sunday 28 January 2018

কবিতা আবৃত্তি | আমার ঠিকানা বৃদ্ধাশ্রম | লেখক মোঃ রাশেদুল ইসলাম | Powered By Rajibpur News



   

বৃদ্ধাশ্রম....
মাঝে মাঝে মনে হয় না থাকলেই দেশটা কত সুন্দর হত। ভালোবাসা গুলো দৃঢ় হত। আবার পরোক্ষনেই যখন নির্মমতা চোখের সামনে ভেসে উঠে তখন নিজের অজান্তেই বেড়িয়ে আসা দীর্ঘশ্বাসটা মনে করিয়ে দেয়, এর থেকে ভালো উদ্যোগ আর কি ই বা হতে পারে...!!
সময়, যুগ, প্রযুক্তি আমাদের আধুনিক থেকে আধুনিকতর করে তুলছে ঠিক ই কিন্তু আমাদের মনুষ্যত্বকে গ্রাস করছে দিনকে দিন। 

আমার ঠিকানা বৃদ্ধাশ্রম

আভিজাত্য আর নিজেকে প্রমাণ করার মৌহ আমাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে-- যাদের হাত ধরে আমাদের পথ চলার সূচনা, আমাদের মুখের বুলি ফুঁটাতে যারা প্রথম ভূমিকা রেখেছে, যারা আমাদের প্রতিটি পদক্ষেপে প্রথম হাত তালি দিয়ে আমাদের উৎসাহিত করেছে আমরা তাঁদের ই আমাদের কাছ থেকে আঁড়াল করতে মরিয়া হয়ে উঠি।
আভিজাত্যে ঘেরা নতুন বাড়ি, নতুন নতুন সব ফার্নিচার এর মাঝে পুরনো জিনিস গুলো যেমন বড্ড বেমানান ঠিক তেমনি মানুষগুলোও....
আভিজাত্যের মায়াজালে ঘেরা নতুন ড্রেসিংটেবিলটাতে পুরনো বৃদ্ধ বাবা তার চুল গুলোকে আনমনে যত্নে গুছিয়ে নিচ্ছে। মা হয়তো শাড়ির আঁচল মাথায় তুলে চশমাটা চোখে দিচ্ছে। ডাইনিং টেবিলে বসে বাবা মা আঞ্চলিক ভাষায় কথা বলছে।
নাহ্; বড্ড বেমানান লাগে এইসব।
এর থেকে ভালো তাঁদের বৃদ্ধাশ্রমে রেখে আসা। ৬ মাসে একবার ফোনে খোঁজ নিবো আর মা দিবস বাবা দিবসে ঘটা করে ফেইসবুকে পোস্ট দেয়ার জন্য একবার গিয়ে সেল্ফি তুলে আসবো ব্যস.............!!
ধিক্কার জানাই সেই সব মানুষ নামধারী পশুদের প্রতি। 😡
এমন আভিজাত্য আর প্রযুক্তি আমার দরকার নেই......
-হিমি


=======================================================================

প্রিয় রাজিবপুর বাসী,
আসসালামু আলাইকুম......সবাই কে
♦স্বপ্নীল রাজিবপুরের♦পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।

রাজিবপুরে অনেক মেধাবী মুখ আছে


আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষ কে সমান মেধা ও জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু পরিবেশ- পরিস্থিতি ও সুযোগ সুবিধার অভাবে অনেক শিশুরই সেই মেধা বিকশিত না হয়ে অকালে ঝরে যায়।
আবার, বাঙ্গালী হয়েও বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি থেকে দুরে সরে অপসংস্কৃতিতে নিমজ্জিত হচ্ছে আমাদের তরুন সমাজ।

https://www.facebook.com/groups/1704600509803133/


আমাদের রাজিবপুরে অনেক মেধাবী মুখ আছে,যাদের মাঝে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে।তাদের কাছ থেকে আমরা অনেক ভালো ভালো লেখা পাই....কিন্তু সেটা কিছু দিনের মধ্যেই হারিয়ে যায়। বড় জোর ফেসবুকে কিছুদিন আলোচনা... তারপরই থেমে যায়।

এই সব দিক বিবেচনায়( স্বপ্নীল রাজিবপুর) রাজিবপুরের তরুন সমাজের জন্য একটি প্লাটফর্ম তৈরী করতে যাচ্ছে, যার মাধ্যমে প্রত্যেকটি তরুন মেধার বিকাশ সাধন এবং সেই সাথে বাংলা ভাষা ও বাঙ্গালী সংস্কৃতি নিয়ে চর্চা করার সুযোগ পাবে।

আমরা সবার লেখা সংগ্রহ করে..... প্রতিটি দিবস কেন্দ্রীক ম্যাগাজিন বই বের করবো ইনশাআল্লাহ।

https://www.facebook.com/groups/1704600509803133/


এবং ম্যাগাজিন বইটি প্রিন্ট কপি সহ.... PDF file.. Android apps মধ্যে নিয়ে আসবো...
যাতে সবাই সহজে রিসিভ করতে পারে।

https://www.facebook.com/groups/1704600509803133/


তাই সবাই কে..... লেখা জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে আহবান করা হলো।

লেখা জমা দেওয়ার ঠিকানা :

FB:স্বপ্নবাজ শফি
Email: shapnobajshofi@gmail.com
মোবাইল: স্বপ্নবাজ শফি: 01760606204/01621662000

জাহিদুল ইসলাম
FB:zahidbd24
Email:mdzahidulislam1000@gmail.com
মোবাইল :01948645226
জমা শেষ তারিখ: ২০/০২/২০১৮

No comments:

Post a Comment