Monday 29 January 2018

স্বপ্নের দেশ আমেরিকা ইশ্ ওখানে যদি একটি চাকরি পেতাম!!!

স্বপ্নের দেশ আমেরিকা ইশ্ ওখানে যদি একটি চাকরি পেতাম!!!
.
\বেপারটা কোন রকমে গিয়ে হোটেল থালা বাসন মুচতে পারলেও নিজেকে ধন্য মনে করতাম এমন! সুখী হতাম!
.
আপনি গেলেন! কাজ পেলেন! সুখী হলেন কারণ সুখ থাকে মাথায় কিংবা মনে!
.
বাস্তবতা হলো,
.
কাজে বিনোদনের অভাবে ৮৩ শতাংশ আমেরিকান কাজের সময় কঠিন চাপ অনুভব করেন!
.
৫৩ শতাংশ আমেরিকান নিজের চাকরি নিয়ে অসন্তুষ্ট,
.
৪৩ পার্সেন্ট আমেরিকান মনে করে সত্যিকার অর্থে তারা অসুখী!
.
আমেরিকার ইতিহাসের একটু পিছনে ফিরে যায়,
.
মার্কিন অভিনেত্রী মেলানি গ্রিফিথ ১৯৭১ সালে কিছু ছবি তুলেছিলেন যা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো,
.
ছবিতে দেখা যায় মেলানি একটি পোষা সিংহের সাথে ঘুমাচ্ছেন! সুইমিং করছেন! মজা করেছেন! পড়াশুনা করছেন এক্কেবারে বন্ধুর মতো! যুগ যুগ দীর্ঘস্থায়ী ছিলো তাদের বন্ধুত্ব!
.
'রোর' সিনেমাটি এই ঘটনাটি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিলো!
.
ঘটনা তারও চল্লিশ বছর আগের তার মা হলিউড অভিনেত্রী টিপি হেডেন আফ্রিকা থেকে একটি সিংহ শাবক নিয়ে এসেছিলেন যা দিন থেকে দিন মেলানির বন্ধু হয়ে উঠে! গড়ে উঠে সখ্যতা!
.
জীবন হলো তেমনি সিংহের সাথে বসবাস করার মতো একটি বিষয়!
.
কঠিন থেকে কঠিনতর বিষয়কে সহজে আপন করে নিয়ে তা ইনজয় করা হলো প্রকৃত সাহসীকতা! জীবনের খেলাটা এই যায়গায়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান ঝুপড়িতে সেকেন্ড ইয়ারে অর্থনীতিতে দুইটা সাপ্লি দুইটা ইমপ্রোভ খেয়ে বসে আছে! এক ছোট ভাই এলো, জিজ্ঞেস করলাম, কি খবর? সে বললো, ভাই জীবন আমাকে খেলে দিয়েছে! তাকে বললাম, 'তুমিও জীবনকে খেলে দাও!' কথাটা বলার পর নিজের ভিতরেও শক্তি পেলাম!
.
এক জীবনে হাজারো সমস্যা আসবে! মাথার উপর পাহাড় ভেঙ্গে পড়বে! কাছের মানুষ দূরে চলে যাবে! যা ঘটবে তা ভাবনার অতীত!
.
সমস্যার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে হবে! বন্ধুত্ব হয়ে গেলে সমাধান! এখন প্রতিদিন সকালে উঠে ভাবি, ওয়েলকাম পবলেম! তুমি এসেছিলে পরশু! কাল কেনো আসোনি!!!
.
লিখেছেন, Abdur Rob Sharif

No comments:

Post a Comment