Monday 2 April 2018

লেখক পরিচিতি - মো: সুজন মাহমুদ নূর


মো: সুজন মাহমুদ নূর । জন্ম ০৬ মার্চ ১৯৯৮ সালে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে । এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন । পিতা: মো: কলিম উদ্দিন । মাতা: ফরিদা খাতুন । তারা ছিলন দুই ভাই  সবুজ রহমান সুমন , সুজন মাহমুদ নূর । দুই ভাই এর মধ্যে সুজন ছিল ছোট । তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকেই । সেখান থেকে ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা লাভ করেন  এবং ২০১০ সালে রাজিবপুর সবুজবাগ দাখিল মাদ্রাসায় ৫ম শ্রেনীতে ভর্তি হন । দ্বিতীয় বারের মতো তাকে ৫ম পাস করতে হয় । ২০১০ সালে ইবতেয়াদী পাশ করে একই মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হন ।  সেখান থেকেই ২০১৬ সালে দাখিল এস এস সি পাশ করেন । সবুজবাগ দাখিল মাদ্রাসায় থাকা অবস্থায় স্টুডেন্ট কেবিনেট প্রধান (জি এস ) নির্বাচিত হন এবং ২০১৬ সালে রাজিবপুর ডিগ্রি কলেজে ভর্তি হন । কলেজে থাকা কালিন সময় তিনি জঙ্গি নিমূলে সভাপতির দায়িত্ব পালন করেন । ছোট কাল থেকেই তার লেখালেখি খুব ইচ্ছে ছিল । তিনি সপ্তম শ্রেনীতে থাকা অবস্থায় থেকে লেখালেখি শুরু করেন । তা লেখা প্রথম প্রকাশিত হয়, মাসিক কিশোরকন্ঠ আগষ্ট ২০১৫ সংখ্যায় , এতে লেখক অনেক আনন্দিত হন । তখন থেকে সে লেখালেখিতে উৎসাহিত হন  এবং বিভিন্ন গান, কবিতা, কৌতুক, গল্প, ইসলামিক গজল লেখেন .পরবর্তিতে লেখকের লেখা কিশোরকন্ঠের বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয় । তার বাবা ছিলেন কৃষক ও মা গৃহিনী । তাই সে বাবা মায়ের কাছ থেকে কোন উৎসাহিত না পেলেও পেয়েছেন চাচাদের উৎসাহিত তার ছোট চাচা শহিদুল ইসলাম তাকে পড়াশোনার জন্যে বেশি উৎসাহিত করতেন । এতে তিনি তার ভবিষ্যৎ চিন্তা করে পড়াশোনা করেন । পড়াশোনার পাশাপাশি লেখালেখি করেন । পরবর্তিতে তার লেখা প্রকাশিত হয় “উচ্ছ্বাস স্বাধীনতা স্মরণিকা ২০১৮” তে এতে লেখক অনেক আনন্দিত হন । তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত । পড়াশোনাতে যেমন চাচাদের উৎসাহিত পেয়েছেন তেমনি রাজেনৈতিতেও পেয়েছেন চাচাদের উৎসাহিত । তিনি বর্তমানে উপজেলা ছাত্রলীগের সদস্য ও ক্রীড়া সম্পাদক, কালেরকন্ঠ -শুভসংঘ”  এবং প্রতিষ্ঠাতা সভাপতি লেখ রাসেল স্পোর্টিং ক্লাব ।  তার স্বপ্ন সে একদিন বড়কিছু হবে এবং দেশের সেবা করবে । কিছুদিনের মধ্যে তার লেখা প্রথম উপন্যাস । আমার স্বপ্ন ছিল তোমাকে নিয়ে । প্রকাশিত হবে, তিনি সকলে কাছে দোয়া প্রত্যাশী আল্লাহ যেন তার স্বপ্ন পূরণ করেন ।
প্রয়োজনে লেখকঃ 
০১৯৯০৩৬৭১৯৭ , ০১৯৫৭৯৭৯৮২৪
০১৭৯৯৫২৪৫৯৪, ০১৮২৩৭৭৪২০৮

No comments:

Post a Comment