Sunday 1 April 2018

কথাসাহিত্যিক জিল্লুর রহমান-এর সংক্ষিপ্ত পরিচিতি


কথাসাহিত্যিক জিল্লুর রহমান-এর সংক্ষিপ্ত পরিচিতিঃ


জিল্লুর রহমান ০১ সেপ্টেম্বর ১৯৬৮ খ্রি. দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন পিতা: মৃত: ইউনুছ আলী, মাতা: মোছা. মরিয়ম নেছা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করার পর ধর্মপুর ইউ.সি দ্বিমূখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিটিউট থেকে প্রথম বিভাগে ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেন পাশাপাশি বিরল কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন
ছাত্রজীবন শেষে তিনি স্কাই টাচ এ্যাপার্টমেন্ট, বেসরকারি সংস' কারিতাস এবং নটরডেম কলেজে দীর্ঘ দিন কাজ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যোগদান করেন লেখালেখির অভ্যাস ছাত্রজীবন থেকেই, তাঁর লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়ে দৈনিক তিস্তা পত্রিকায় .....তারপর দৈনিক উত্তর বাংলাসহ বেশ কয়েকটি পত্রিকায় তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়
প্রথম কাব্যগ্রন' ছোট্ট একটি ভালোবাসা প্রকাশিত হয় ২০০৪ সালে তারপর শুরু হয় উপন্যাস লেখা ২০০৫ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ভ্যালেনটাইনস ডে তারপর বিভিন্ন প্রকাশনা থেকে একে একে প্রকাশিত হতে থাকে ০১ টি কাব্যগ্রন', ০৩ টি কিশোর উপন্যাস, ১২ টি উপন্যাস এবং ধারাবাহিক উপন্যাস গডফাদারের ০৩ খণ্ড লেখার শুরু থেকেই বিরামহীনভাবে চলছে একের পর এক উপন্যাস



মোবাইল-০১৭১৮১৫৭০৭৬
Email address        :         writerzillur@gmail.com 
Web                       :         www.writerzillur.com
facebook                :         www.facebook.com/writerzillur
Blog                       :         www.prothom-aloblog.com/blog/writerzillur
                                         www.shobdoneer.com/writerzillur
                                         www.bondhublog.com/writerzillur
                                         www.cholontika.com/writerzillur
                                                                                   

No comments:

Post a Comment