Friday 26 January 2018

জীবনে সফল হওয়ার চেয়ে কঠিন হচ্ছে বিনয়ী হওয়া। কারণ- বিনয় দিয়ে আপনি সফলতা কিনতে পারবেন, কিন্তু সফলতা দিয়ে বিনয় কিনতে পারবেন না!

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন-
আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে
সকল অহংকার হে আমার, ডুবাও চোখের জলে!
একজন পরিশ্রমী মানুষের কাছে সবচেয়ে বেশি যেটা শেখা দরকার সেটা হচ্ছে- বিনয়! কারণ পরিশ্রম করলে সফল হওয়া যায়, কিন্তু সেই সফলতা ধরে রাখতে হয় বিনয় দিয়ে। নিজের দোষ স্বীকার করলে আপনি রাতারাতি গুণী হয়ে উঠবেন না, কিন্তু দোষ অস্বীকার করলে নিজের কাছে ছোটো হয়ে যাবেন সারাজীবনের জন্য!
জীবনে সফল হওয়ার চেয়ে কঠিন হচ্ছে বিনয়ী হওয়া। কারণ- বিনয় দিয়ে আপনি সফলতা কিনতে পারবেন, কিন্তু সফলতা দিয়ে বিনয় কিনতে পারবেন না!

No comments:

Post a Comment