Friday 26 January 2018

শিয়াল নয় বাঘ হও , অন্যের আশায় না থেকে, নিজের অভাব নিজেকে পূরণ করার চেষ্টা করতে হবে।

শিয়াল নয় বাঘ হও
একজন ব্যক্তির প্রচুর ধন-সম্পদ ছিল।
তার একমাত্র ছেলেটি ছিল খুবই অলস।
সে কোন কাজ করতে চাইত না।
ব্যবসাতে মন ছিল না। অবশেষে এক রকম
জোর করেই ধনী ব্যক্তিটি ছেলেকে বাণিজ্যে
পাঠাল।
পথে এক ক্ষুধার্ত শিয়ালকে দেখে
ছেলেটি ভাবল এই শিয়ালটি কোথা থেকে
খেতে পায়?
তৎক্ষণাৎ সে অন্য দিকে লক্ষ্য
করে দেখল এক বাঘ শিকার ধরে খাচ্ছে।
ভয়ে সে গাছে উঠল। অতঃপর দেখল
বাঘ খেয়ে চলে যাওয়ার পর শিকারের
অবশিষ্টাংশ ঐ শিয়াল খেল।
সে মনে করল, এমনি করে তারও দিন যাবে। এত
কষ্ট করে লাভ কী?
বাড়ী ফিরে এসে সে পিতাকে বিষয়টি জানাল। পিতা বলল,
তুমি ভুল বুঝেছ। আমি আশা করছি তুমি
শিয়ালের অনুসরণ না করে বাঘের
অনুসরণ কর।
অর্থাৎ তুমি নিজে কষ্ট করে
কামাই করে খাবে আর অন্যজন তোমার
উচ্ছিষ্ট খাবে।
শিক্ষা : অন্যের আশায় না থেকে, নিজের
অভাব নিজেকে পূরণ করার চেষ্টা করতে
হবে।

No comments:

Post a Comment