Friday 26 January 2018

পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে! এটা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন!

পৃথিবী খুব তাড়াতাড়ি বদলাচ্ছে! এটা হচ্ছে চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন! আগামী ১০ বছরের মধ্যে পৃথিবী আরও পাল্টে যাবে! ৭০ থেকে ৯০% ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে!
KODAK কোম্পানিতে ১৭০,০০০ লোক কাজ করতো আর পৃথিবীর ৮৫% ফটো পেপার এই কোম্পানি তৈরী করতো। এখন DIGITAL ফোটোগ্রাফি হওয়ার দরুন কোডাক কোম্পানি দেউলিয়া হয়ে গেছে!
১] UBER -শুধু একটা সফটওয়্যার কোম্পানি! এদের নিজের কোনো ট্যাক্সি নেই ! তা সত্ত্বেও উবের পৃথিবীর সব চাইতে বড ট্যাক্সি কোম্পানি!
২] AIRBNB পৃথিবীর সব চাইতে বড হোটেল কোম্পানি কিন্তু এদের নিজেস্ব কোনো হোটেল নেই!
৩] আমেরিকায় উকিলদের দরকার ক্রমশঃ কমছে, কেননা এখন IBM -WATSON নামের এক সফটওয়্যার উকিলদের থেকে ভালো আইন উপদেষ্টা! আগামী ১০ বছরে আমেরিকায় ৯০% উকিল কর্মহারা হবে আর যে ১০% টিকে থাকবে তারা সুপার স্পেশালিস্ট উকিল হবে!
৫] ২০১৮ তে ড্রাইভার বিহীন কার রাস্তায় নামবে ! ২০২০ সালের মধ্যে এই কার পৃথিবীর যান বাহনের ম্যানেজমেন্ট একেবারে বদলে দেবে !
৬] আসছে ১০ বছরে ৯০% পেট্রল /ডিজেল কার রাস্তা থেকে উধাও হয়ে যাবে ! যা বাঁচবে সেগুলো ইলেকট্রিক কিংবা হাইব্রীড কার হবে ! পেট্রল এর ব্যবহার ৯০% কমে যাবে ! আরব তেল উৎপাদনকারীরা কর্মহীন হয়ে যাবে!
নীচের ব্র‍্যান্ডগুলোর কথা ভাবুনঃ কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও এরা কেউই আর বাজারে নেই!
*HMT* (ঘড়ি), *BAJAJ* (স্কুটার), *DYNORA* (TV), *MURPHY* (রেডিও), *RAJDOOT* (বাইক)
সময়ের সাথে চলুন, আর নিজেকে আপডেট করুন!
#Collected

No comments:

Post a Comment