Thursday 25 January 2018

বিধাতার চমৎকার এক সৃষ্টির নাম- 'পুরুষ' !!

https://www.facebook.com/zahidbd24
বিধাতার চমৎকার এক সৃষ্টির নাম- 'পুরুষ' !!

বিধাতার চমৎকার এক সৃষ্টির নাম- 'পুরুষ' !!
.
অন্যের মুখে হাসি ফোটাতে জীবনের সঙ্গে কম্প্রোমাইজ
করে যায় বারংবার।
.
সে জীবন শুরু করে ছোট বোনকে নিজের চকলেট স্যাক্রিফাইস
করার মধ্য দিয়ে !!
.
মা -বাবার মুখে হাসি ফোটানোর জন্যে স্যক্রিফাইস করে
তার স্বপ্নগুলো !!
.
স্ত্রী-সন্তানের তরে মাঝরাত পর্যন্ত কাজ করতে করতে
নিঃশেষ হয় তার সাধের যৌবন !
.
 



তাদের ফিউচার গড়তে দেনার বোঝা কাঁধে চাপায় !
সেই দেনা শোধ করতে গিয়ে ত্যাগ করে শখ-আহ্লাদ।
.
যাপন করে পরিশ্রম ভরা এক জনম।
.
তবুও নিরন্তর শুনে যায় ঝাড়ি - কখনো মায়ের, কখনো স্ত্রীর,
কখনো বস-এর।
.
অন্যের অট্টহাসিতে সেও হাসে।
কিন্তু সময়ের সাথে সাথে অট্টহাসি রূপ নেয় মুচকি হাসিতে।
.
মুচকি হাসি বদলে যায় ম্লান হাসিতে।
ম্লান হাসি-?
সে আজ ইতিহাস।
.
এখনকার পুরুষরা ইলিশের চাপায় পড়ে আর পুরুষ থাকে না। হয়ে
যায় ভ্যাদা মাছ।
.
ভ্যাদা হাসতে জানে না। ভ্যাটকায়া থাকে।
.
আপনজনের অট্টহাসিতে সে হাসতে চায়।
কিন্তু হাসি আসে না।
.
অন্যের সুখের ছোঁয়া ও নিজের কষ্টে পুড়ে যাওয়া ধোঁয়া
অট্টহাসিকে বদলে দেয় ভ্যাটকানিতে !
.
ব্যস! এখন হাসি এলে সে কেবল ভ্যাটকায়।
.
ভ্যাটকানীকেও মানুষ ভুল বুঝে!!
চোখ টিপে বলে - জোস মে হো কেয়া!
.
একজন পুরুষের জীবন শেষ হয় অন্যের মুখের হাসি ধরে রাখার
মত কঠিন কাজ দিয়ে। আর সে তা করে যায় নির্দ্বিধায়।
.
সে ভুলে যায় তার নিজের জীবন বলে কিছু আছে। মাঝেমধ্যে
মনেহয়। কিন্তু চারপাশের ত্যাগী পুরুষরা আবারো তাকে
বুঝিয়ে দেয় - না,সংসারের তরে, অন্যের তরে করে যাওয়াই
তোর জীবন। কারণ তুই "পুরুষ। "

No comments:

Post a Comment